Sunday, April 20, 2025
Google search engine
HomeUncategorizedযথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে : অলি আহমদ

যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে : অলি আহমদ

থাসময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এলডিপির গণযোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কর্নেল অলি বলেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তী সরকার। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না। গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই উল্লেখ করে এলডিপি সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত ৮ মাসে ক্ষমতায় বসে আছেন তারা।

এ সময় দলটির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সব কৃতিত্ব নিজেরা নিয়ে আজ বৈষম্যবিরোধী আন্দোলন দেশকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে। আর এলডিপিতে যুক্ত হয়ে ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে তিনি কাজ করবেন। শোষণহীন সুন্দর বাংলাদেশে গড়ার কথা দেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments