Sunday, April 20, 2025
Google search engine
HomeLifestyleবিনোদনপোশাক কাণ্ডে কটাক্ষের শিকার তানিশা

পোশাক কাণ্ডে কটাক্ষের শিকার তানিশা

বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-খ্যাত তানিশা মুখার্জি ফের নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তার পোশাক নির্বাচনকে ঘিরে।

রবিবার (১৩ এপ্রিল) রাতে মুম্বাইয়ের টিনসেল টাউনে আয়োজিত এক বিশেষ তারকাখচিত পার্টিতে হাজির হয়েছিলেন তিনি। সেখানে কালো রঙের ট্রান্সপারেন্ট পোশাক পরে উপস্থিত হন কাজলের এই বোন।

পোশাকটিতে বসানো ছিল সাদা রঙের গোলাপ ফুল, তবে ফুলের ফাঁক দিয়েই স্পষ্ট দেখা যাচ্ছিল তার শরীরী অবয়ব। তানিশার এমন পোশাক পরিহিত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা কটাক্ষ।

কেউ মন্তব্য করেছেন, “এমন পোশাক পরে আসার দরকার কী ছিল?”, কেউ আবার লিখেছেন, “দেখে মনে হচ্ছে মুদি দোকান থেকে বাজার করে নিয়ে যাচ্ছে।”

তবে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি কিছু ভক্ত তার পাশে দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, “তানিশাকে আমি খুবই পছন্দ করি। একটা পোশাকের জন্য তাকে এভাবে আক্রমণ করা উচিত হয়নি।”

তবে এর আগেও সোশ্যাল মিডিয়ায় নজর কাড়া ছবি পোস্ট করেছিলেন কাজলের বোন তনিশা। বিকিনি পরিহিতা তানিশাকে সমুদ্রসৈকতে খোলা মনে ঘুরে বেড়াতে দেখা যায়।

বলিউড অভিনেত্রী কাজলের বোন বলেই বেশি পরিচিত তানিশা। তবে তিনি মিডিয়ায় সবার নজরে আসেন বিগবস ৭-এ পারফর্ম করার মাধ্যমে। যেখানে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এবং জয়ী হয়েছিলেন গৌহর খান।

এছাড়া সরকার রাজ’, ‘নীল অ্যান্ড নিক্কি’সহ বেশ কিছু তামিল ছবিতে অভিনয় করতে দেখা যায় এ সুন্দরীকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments