Sunday, May 4, 2025
Google search engine
HomeFashionঢাকাসংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন : আদালতে পলক

সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন : আদালতে পলক

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন আওয়ামী লীগ সরকার পতনের দিন গত ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যান। ২৩ এপ্রিল (বুধবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এসব কথা বলেন পলক। বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলার রিমান্ড শুনানিতে তিনি আদালতে এ তথ্য জানান।

তদন্ত কর্মকর্তা মামলাটিতে পলকের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন শুনানিকালে পলককে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ শুনানি গ্রহণ করেন। এসময় পলক আদালতের কাছে কথা বলতে এক মিনিট সময় চান। আদালত সময় দিলে পলক বলেন, ‘মামলার ঘটনার যে তারিখ ও সময়ের কথা শুনতে পেলাম তার বিষয়ে বলছি। গত ৫ আগস্ট সন্ধ্যা বা রাতে মহান জাতীয় সংসদে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার, ডেপুটি স্পিকার, আমিসহ ১২ জন আবদ্ধ ছিলাম। আমরা সেখানে ছিলাম। সেদিন সংসদ ভবন আক্রান্ত হয়েছিলো। পরে সেনাবাহিনী আমাদের উদ্ধার করে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ন্যায়বিচার চাই।’

তখন ওমর ফারুক ফারুকী বলেন, তিনি স্বীকার করলেন পার্লামেন্টে পালিয়ে ছিলেন। শিরীন শারমিনও সেখানে ছিলেন। তাকে এখনো পাইনি। তিনি বলেন, ‘আন্দোলনের সময় যে পাঁচজন আন্দোলন দমাতে বক্তব্য রাখতো তাদের একজন পলক। নেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বললে হাস্যকর মনে হবে। যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং যিনি সহযোগিতা করেছেন সমান অপরাধী।’

পরে পলক বলেন, ‘৮৬ দিন রিমান্ড মঞ্জুর হয়েছে। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতে পারেন।’

শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের শেষ দিন গত ৫ আগস্ট সকাল সোয়া ১০টার দিকে বাড্ডা থানাধীন ডিআইজি প্রজেক্ট এলাকায় রং মিস্ত্রী আব্দুল জব্বার গুলিতে নিহত হন।

গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments