Saturday, May 3, 2025
Google search engine
HomeDesignআন্তর্জাতিক১৮তম জন্মদিনে যে বিশেষ উপহার পেলেন প্রিন্সেস ইসাবেলা

১৮তম জন্মদিনে যে বিশেষ উপহার পেলেন প্রিন্সেস ইসাবেলা

ডেনমার্কের রাজকুমারী ইসাবেলা ২১ এপ্রিল তার ১৮তম জন্মদিন উদযাপন করেছেন। এই বিশেষ দিন উপলক্ষে তিনি একটি বিশেষ উপহারও পেয়েছেন। ২১ এপ্রিল (সোমবার) এই ঐতিহাসিক উপলক্ষ্যে ডেনিশ রাজপরিবারের পক্ষ থেকে রাজকুমারী ইসাবেলার প্রথম অফিসিয়াল গালা পোর্ট্রেটও প্রকাশ করা হয়েছে।

ছবিগুলোতে দেখা যায়, তিনি চোখধাঁধানো কমলা রঙের একটি গাউন পরেছেন। সঙ্গে রয়েছে টারকোয়েজ ডেইজি বান্দো (Turquoise Daisy Bandeau) টিয়ারা ও ম্যাচিং করে পরা কানের দুল।

ডেনমার্কের রাজপ্রাসাদ এদিন তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম ও ওয়েবসাইটে প্রিন্সেস ইসাবেলার ছবিগুলো শেয়ার করেছে। সামাজিক মাধ্যম এক্সে Royal News Network নামে পরিচিত রাজপরিবার বিশেষজ্ঞ ব্রিটানি জানান, ‘প্রিন্সেস ইসাবেলাকে তার ১৮তম জন্মদিনে একটি বিশেষ উপহার দেওয়া হয়েছে। উপহারটি হলো- টারকোয়েজ ডেইজি বান্দো টিয়ারা!

তিনি আরও জানান, ‘এই টিয়ারাটি ছিল সুইডেনের ক্রাউন প্রিন্সেস মার্গারেটের, যিনি মার্গারেট অব কনট (Margaret of Connaught) নামেও পরিচিত ছিলেন। অবশ্য রানি হওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে এই টিয়ারা তার নাতনি ইঙ্গ্রিদের হাতে যায়। তিনি ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডেরিককে বিয়ে করে রানির মর্যাদা লাভ করেন। অর্থাৎ তিনি প্রিন্সেস ইসাবেলার প্রপিতামহী’।

ঐতিহাসিক এই টিয়ারায় মূলত ছোট ছোট ফিরোজা, মুক্তা ও হিরাখচিত ফুলের ডিজাইন রয়েছে। ব্রিটানি আরও বলেন, ‘এটি অত্যন্ত মধুর একটি উপহার। এছাড়াও প্রিন্সেস ইসাবেলাকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’-ও দেওয়া হয়েছে!’

এদিকে ডেনিশ রাজপরিবার জানিয়েছে, ‘প্রিন্সেস ইসাবেলার এই ছবিটি রাজা ফ্রেডেরিক অষ্টম-এর প্রাসাদের নাইট’স হলে তোলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments