Saturday, May 3, 2025
Google search engine
HomeDesignআন্তর্জাতিকব্রিটিশ মুসলিম এমপিকে আল-আকসায় প্রবেশ করতে দিল না ইসরাইল

ব্রিটিশ মুসলিম এমপিকে আল-আকসায় প্রবেশ করতে দিল না ইসরাইল

ব্রিটিশ মুসলিম এমপি শোকাত অ্যাডামকে ইসরাইল-নিয়ন্ত্রিত গেট দিয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। মিডল ইস্ট আই গত ১৮ এপ্রিল এক প্রতিবেদনে বলেছে, লেস্টার সাউথের একজন স্বতন্ত্র এমপি অ্যাডাম এবং সেন্ট আইভসের লিবারেল ডেমোক্র্যাট এমপি অ্যান্ড্রু জর্জ গত ১৩ এপ্রিল ইসরাইলে যান। সেখানে তারা হেবরন, বেথলেহেম, তুলকারম এবং পূর্ব জেরুজালেম পরিদর্শন করেন।

এরপর গত বুধবার সকালে প্রতিনিধিদলটি পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ পরিদর্শন করে। ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী জানান, জর্জ এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ইসরাইল-নিয়ন্ত্রিত পশ্চিম গেট দিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছিলেন। কিন্তু আদমকে মুসলিম হিসেবে চিহ্নিত করে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়। বুধবার এই সংসদ সদস্য নিশ্চিত করেছেন যে তাকে ‘প্রবেশ করতে দেওয়া হয়নি’।

অ্যাডাম বলেন, ‘আমার সহকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল। (একজন ইসরাইলি অফিসার) আমার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছিলাম যে আমি একজন মুসলিম। পরে তিনি বলেন, ‘‘আপনি ভেতরে ঢুকতে পারবেন না’’।’

আল-আকসা মসজিদের পশ্চিম গেটটি পূর্বে জেরুজালেমের পুরাতন শহরের মরক্কোর কোয়ার্টারের সঙ্গে সংযুক্ত ছিল, যা ইসরাইলি বাহিনী ১৯৬৭ সালে পশ্চিম প্রাচীর প্লাজা নির্মাণের জন্য ভেঙে ফেলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments