Saturday, May 3, 2025
Google search engine
HomeLifestyleবিনোদনইতিহাস গড়লেন অভিনেত্রী হিমি

ইতিহাস গড়লেন অভিনেত্রী হিমি

টিভি নাটকের জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও সমানভাবে সক্রিয় রয়েছেন। ইতিমধ্যেই হিমি দর্শকদের উপহার দিয়েছেন ১০৯টির বেশি নাটক।

চমকপ্রদ তথ্য হলো, হিমির প্রতিটি নাটকই পেয়েছে এক কোটির বেশি ভিউ। অর্থাৎ তার অভিনীত ১০৯টি নাটকই স্পর্শ করেছে কোটি ভিউয়ের মাইলফলক।

এ প্রসঙ্গে হিমি বলেন, ‘রীতিমতো বিস্মিত হয়েছি। কখনও আমার নাটকের ভিউ গোনার অভ্যাস নেই। তবে ভক্তরা যখন এ ধরনের খবর জানায়, তখন ভালো লাগে। আরও ভালো লেগেছে, সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। এটা সত্যিই আনন্দের।’

এই অর্জনকে ঘিরে অভিনেতা নিলয় আলমগীরও শুভেচ্ছা জানিয়েছেন হিমিকে। তিনি দুজনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে হিমির ১০৯টি নাটকই এক কোটি ভিউ ছুঁয়েছে।’

উল্লেখ্য, জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪ সালে রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মধ্যদিয়ে শোবিজে পা রাখেন। এরপর থেকেই নিয়মিত কাজ করছেন। বিশেষ করে অভিনেতা নিলয়ের সঙ্গে তার নাটকগুলো দর্শকের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments